11:01 am, Sunday, 22 December 2024

নকলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নকলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০)।

আহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন গিয়ে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

নকলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Update Time : 08:53:47 pm, Wednesday, 13 November 2024

শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে একজনের মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সুলতান মিয়ার মেয়ে মোছা. সুবিনা বেগম (২০)।

আহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

নকলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে আশপাশের লোকজন গিয়ে পিকআপ ভ্যান ও সিএনজির আহত যাত্রীদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে মধ্যে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।