ইসরাইলের ২ সামরিক ঘাঁটিতে হামলা করেছে হিজবুল্লাহ। শনিবার (২ নভেম্বর) আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ও হাইফার কাছে ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ। তারা ড্রোনের একটি স্কোয়াড্রন দিয়ে দক্ষিণ তেল আবিবের পালমাচিম বিমানঘাঁটিতে আঘাত করেছে। ওই ঘাঁটিতে একটি সামরিক গবেষণা কেন্দ্র এবং তীর অস্ত্র ব্যবস্থার জন্য একটি রাডার রয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তারা ক্ষেপণাস্ত্র সালভো দিয়ে হাইফার উত্তরে জেভুলন সামরিক শিল্প ঘাঁটি এবং হাইফার উত্তরে ক্রায়োট এলাকায় আরেকটি রকেট দিয়ে আঘাত করেছে।
তবে এই হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়া একযোগে ইসরাইলের পাঁচ এলাকায় হামলা চালিয়েছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরাইলের পাঁচটি বসতিতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে অধিকৃত গোলানের উত্তরাঞ্চলীয় শহর গোলান হাইটসের শাল, উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চলের ডাল্টন, হুলা উপত্যকার ইয়েসোদ হামাআলা, মাউন্ট মেরনের নিকটবর্তী বার ইয়োহাই এবং সাফাদ শহরের উত্তরে বিরিয়া গ্রাম।
এ হামলায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত জানান যায়নি।
সূত্র : আল জাজিরা