6:22 am, Wednesday, 13 November 2024

ইউক্রেন যুদ্ধে ‘বিজয় হওয়া’ পর্যন্ত রাশিয়াকে সমর্থন করবে উ. কোরিয়া

  • Zuel Rana
  • Update Time : 10:01:39 am, Saturday, 2 November 2024
  • 42

- সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন না করা পর্যন্ত তাদের সমর্থন করে যাবে উত্তর কোরিয়া।

মস্কো সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এই প্রত্যয় প্রকাশ করেন।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার প্রায় আট হাজার সৈন্য রুশ বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত হয়ে রয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠেক করেছেন চো সন হুই। বৈঠকের পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা উভয়ই এ দু’টি দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রাকে প্রশংসা করেন।

উত্তর কোরিয়ার এই শীর্ষ কূটনীতিক সামরিক বাহিনী গড়ে তোলার এবং যুদ্ধে উস্কানি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি দোষারোপ করেন। তিনি ‘যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের আধিপত্যবাদী চর্চার অবসান’ ঘটাতে এবং একটি ‘নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে’ রাশিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক কোরীয় প্রজাতন্ত্রের বিশ্বাস রয়েছে যে রাশিয়া বিজয় অর্জন করবে। সে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তার দেশ রুশদের সাথে দাঁড়াবে।

রাশিয়া তার কোরীয় বন্ধুদের এবং ইউক্রেনে যে ঘটনা ঘটছে তার জন্য তাদের নীতিগত অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দু’দেশের সামরকি বাহিনীর মধ্যে যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তার প্রশংসা করেন।

তাদের কেউই অবশ্য ওই অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি।

শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, মনে করা হচ্ছে কমপক্ষে ১০ হাজার উত্তর কোরীয় সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হবে। তাদের মধ্যে আট হাজার সৈন্য ইতোমধ্যেই রুশ শাসিত কুরস্ক অঞ্চলে পৌঁছে গেছে।

ওই একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে আগামী দিনগুলোতে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি রুশ সেনা হতাহত হয়েছে। রাশিয়া এখন তার সৈন্যকে চাঙ্গা করতে উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ইউক্রেনকে আরো সাড়ে ৪২ কোটি ডলারের সহায়তা প্রদানের ঘোষণা করে। এটি হচ্ছে ২০২১ সালের আগস্ট থেকে প্রতিরক্ষা দফতরের মওজুদ থেকে ৬৯তম বারের মতো সাজসরঞ্জাম সরবরাহ।

এক বিবৃতিতে প্রতিরক্ষা দফতর বলেছে, প্রতিরক্ষা সহায়তা, আকাশ প্রতিরক্ষার জন্য প্রতিবন্ধকতা দানকারী যন্ত্রপাতি, রকেট ব্যবস্থার সাজসরঞ্জাম এবং সাঁজোয়া যানবাহন ও ট্যাংক-বিধ্বংসী অস্ত্রশস্ত্রসহ জরুরি নিরাপত্তা প্রয়োজন মেটাতে ইউক্রেনকে সাহায্য করবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মিত্রদের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় ৫০টি মিত্র ও সহযোগীদের নিয়ে কাজ করবে যেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের জরুরি প্রয়োজন মেটানো যায় এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করা যায়।
সূত্র : ভিওএ

Write Your Comment

About Author Information

Zuel Rana

ইউক্রেন যুদ্ধে ‘বিজয় হওয়া’ পর্যন্ত রাশিয়াকে সমর্থন করবে উ. কোরিয়া

Update Time : 10:01:39 am, Saturday, 2 November 2024

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন না করা পর্যন্ত তাদের সমর্থন করে যাবে উত্তর কোরিয়া।

মস্কো সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এই প্রত্যয় প্রকাশ করেন।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার প্রায় আট হাজার সৈন্য রুশ বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত হয়ে রয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সাথে বৈঠেক করেছেন চো সন হুই। বৈঠকের পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা উভয়ই এ দু’টি দেশের মধ্যে সম্পর্কের নতুন মাত্রাকে প্রশংসা করেন।

উত্তর কোরিয়ার এই শীর্ষ কূটনীতিক সামরিক বাহিনী গড়ে তোলার এবং যুদ্ধে উস্কানি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি দোষারোপ করেন। তিনি ‘যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের আধিপত্যবাদী চর্চার অবসান’ ঘটাতে এবং একটি ‘নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে’ রাশিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক কোরীয় প্রজাতন্ত্রের বিশ্বাস রয়েছে যে রাশিয়া বিজয় অর্জন করবে। সে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তার দেশ রুশদের সাথে দাঁড়াবে।

রাশিয়া তার কোরীয় বন্ধুদের এবং ইউক্রেনে যে ঘটনা ঘটছে তার জন্য তাদের নীতিগত অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দু’দেশের সামরকি বাহিনীর মধ্যে যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে তার প্রশংসা করেন।

তাদের কেউই অবশ্য ওই অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েন প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি।

শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, মনে করা হচ্ছে কমপক্ষে ১০ হাজার উত্তর কোরীয় সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হবে। তাদের মধ্যে আট হাজার সৈন্য ইতোমধ্যেই রুশ শাসিত কুরস্ক অঞ্চলে পৌঁছে গেছে।

ওই একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে আগামী দিনগুলোতে উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করার পর থেকে ইউক্রেনে পাঁচ লাখেরও বেশি রুশ সেনা হতাহত হয়েছে। রাশিয়া এখন তার সৈন্যকে চাঙ্গা করতে উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ইউক্রেনকে আরো সাড়ে ৪২ কোটি ডলারের সহায়তা প্রদানের ঘোষণা করে। এটি হচ্ছে ২০২১ সালের আগস্ট থেকে প্রতিরক্ষা দফতরের মওজুদ থেকে ৬৯তম বারের মতো সাজসরঞ্জাম সরবরাহ।

এক বিবৃতিতে প্রতিরক্ষা দফতর বলেছে, প্রতিরক্ষা সহায়তা, আকাশ প্রতিরক্ষার জন্য প্রতিবন্ধকতা দানকারী যন্ত্রপাতি, রকেট ব্যবস্থার সাজসরঞ্জাম এবং সাঁজোয়া যানবাহন ও ট্যাংক-বিধ্বংসী অস্ত্রশস্ত্রসহ জরুরি নিরাপত্তা প্রয়োজন মেটাতে ইউক্রেনকে সাহায্য করবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মিত্রদের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রায় ৫০টি মিত্র ও সহযোগীদের নিয়ে কাজ করবে যেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের জরুরি প্রয়োজন মেটানো যায় এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরাল করা যায়।
সূত্র : ভিওএ