রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান তিনি।
অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মি ও আটকদের মুক্তি এবং জবাবদিহিতার মাধ্যমে দায়মুক্তির অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল।
এ ছাড়াও তিনি ফিলিস্তিনে মানবিক সহায়তা সরবরাহে জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্ম সংস্থার প্রতি সৌদি আরবের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুসারে, এই বৈঠক আয়োজন করায় সৌদির প্রচেষ্টার প্রশংসা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাশাপাশি বৈঠকে অংশগ্রহণকারী সব বন্ধুত্বপূর্ণ ও মিত্র দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে তারা।
ফিলিস্তিন সঙ্কট অবসানের লক্ষ্যে এই বৈঠকটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে সৌদির সরকারি নিউজ চ্যানেল আল-এখবারিয়া।
সূত্র : সিনহুয়া/ইউএনবি