10:35 pm, Saturday, 21 December 2024

সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য শনাক্ত করতে স্যাটেলাইট প্রযুক্তি

  • Zuel Rana
  • Update Time : 03:36:22 pm, Thursday, 31 October 2024
  • 65

সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য শনাক্ত করতে স্যাটেলাইট প্রযুক্তি - ছবি : ইউএনবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য চিহ্নিত করার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।

বৃহস্পতিবার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একটি দল প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, বিচড প্লাস্টিক ডেব্রিস ইনডেক্স (বিপিডিআই) উপগ্রহের সংগৃহীত প্রতিফলিত আলোর নিদর্শন থেকে সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক শনাক্ত করা গেছে।

এর আগে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের পানিতে থাকা প্লাস্টিক বর্জ্য ট্র্যাক করা গেলেও সৈকতে প্লাস্টিকগুলো বালির সাথে মিশে থাকায় শনাক্ত করা সম্ভব হতো না।

এখন এই নতুন প্রযুক্তি সমুদ্র সৈকতের বালিতে থাকা প্লাস্টিক শনাক্ত করে সৈকত পরিষ্কার রাখতে সাহায্য করবে।

গবেষণার প্রধান জেনা গাফগ বলেন, সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এসব অপসারণ করা না হলে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকে ভেঙে পরিবেশের ক্ষতি বাড়িয়ে তোলে।

তিনি আরো বলেন, বন্যপ্রাণীরা প্লাস্টিককে খাবার ভেবে ভুল করে ফেলে। অনেক প্রাণী গিলে ফেলে আবার ছোট প্রাণীগুলো এতে আটকা পড়ে। অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিকে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়।

জেনা আরো বলেন, ‘সৈকতের দুর্গম এলাকাহগুলোতে অনেক প্লাস্টিক জমে গেছে। উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উপকূলরেখায় প্লাস্টিকের স্তূপ এমনকি ফিশিং গিয়ারও পড়ে থাকতে দেখেছি।’

বালি, জল ও প্লাস্টিক কিভাবে আলোকে প্রতিফলিত করে সেটির পার্থক্য নির্ণয় করে তার মাধ্যমে প্লাস্টিককে চিহ্নিত করেছে বিপিডিআই।

ওয়ার্ল্ডভিউ-৩ স্যাটেলাইটের ধারণ করা তথ্য ব্যবহার করে সমুদ্র সৈকতে প্লাস্টিকের ধ্বংসাবশেষ শনাক্তের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।

পদ্ধতিটি পরীক্ষা করতে গবেষকরা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি সৈকতে প্রায় দুই বর্গমিটার আয়তনের ভিন্ন ভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি ১৪টি প্লাস্টিকের টার্গেট স্থাপন করেন। বিপিডিআই সফলভাবে সেগুলো শনাক্ত করেছে বলে জানান তারা।

সূত্র : ইউএনবি

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য শনাক্ত করতে স্যাটেলাইট প্রযুক্তি

Update Time : 03:36:22 pm, Thursday, 31 October 2024

স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য চিহ্নিত করার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।

বৃহস্পতিবার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একটি দল প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, বিচড প্লাস্টিক ডেব্রিস ইনডেক্স (বিপিডিআই) উপগ্রহের সংগৃহীত প্রতিফলিত আলোর নিদর্শন থেকে সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক শনাক্ত করা গেছে।

এর আগে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের পানিতে থাকা প্লাস্টিক বর্জ্য ট্র্যাক করা গেলেও সৈকতে প্লাস্টিকগুলো বালির সাথে মিশে থাকায় শনাক্ত করা সম্ভব হতো না।

এখন এই নতুন প্রযুক্তি সমুদ্র সৈকতের বালিতে থাকা প্লাস্টিক শনাক্ত করে সৈকত পরিষ্কার রাখতে সাহায্য করবে।

গবেষণার প্রধান জেনা গাফগ বলেন, সমুদ্র সৈকতে থাকা প্লাস্টিক বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এসব অপসারণ করা না হলে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকে ভেঙে পরিবেশের ক্ষতি বাড়িয়ে তোলে।

তিনি আরো বলেন, বন্যপ্রাণীরা প্লাস্টিককে খাবার ভেবে ভুল করে ফেলে। অনেক প্রাণী গিলে ফেলে আবার ছোট প্রাণীগুলো এতে আটকা পড়ে। অনেক সামুদ্রিক প্রাণী প্লাস্টিকে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হয়।

জেনা আরো বলেন, ‘সৈকতের দুর্গম এলাকাহগুলোতে অনেক প্লাস্টিক জমে গেছে। উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উপকূলরেখায় প্লাস্টিকের স্তূপ এমনকি ফিশিং গিয়ারও পড়ে থাকতে দেখেছি।’

বালি, জল ও প্লাস্টিক কিভাবে আলোকে প্রতিফলিত করে সেটির পার্থক্য নির্ণয় করে তার মাধ্যমে প্লাস্টিককে চিহ্নিত করেছে বিপিডিআই।

ওয়ার্ল্ডভিউ-৩ স্যাটেলাইটের ধারণ করা তথ্য ব্যবহার করে সমুদ্র সৈকতে প্লাস্টিকের ধ্বংসাবশেষ শনাক্তের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি।

পদ্ধতিটি পরীক্ষা করতে গবেষকরা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি সৈকতে প্রায় দুই বর্গমিটার আয়তনের ভিন্ন ভিন্ন ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি ১৪টি প্লাস্টিকের টার্গেট স্থাপন করেন। বিপিডিআই সফলভাবে সেগুলো শনাক্ত করেছে বলে জানান তারা।

সূত্র : ইউএনবি