সীমান্ত সংঘাত মেটানোর পথে আরো একধাপ এগিয়ে গেছে ভারত ও চীন। সূত্রের খবর, সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে পুরোপুরি সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে দু’দেশ। হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার সীমান্তে মিষ্টি বিলি করবে ভারতীয় সেনাবাহিনী। দিনকয়েক পরেই স্বাভাবিক নজরদারি শুরু হবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন এলাকায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সামিটে যোগ দেয়ার ঠিক আগেই সেনাবাহিনী সরানো এবং ২০২০ সাল থেকে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধান করতে দু’দেশ একমত হয়। মোদির সফরের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি। সেখানেই তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ভারত এবং চীনের মধ্যস্থতাকারীরা লাগাতার আলোচনা করেছেন। তার পরে বেশ কয়েকটি বিষয় নিয়ে একমত হয়েছে দুই দেশ।’ তিনি আরো জানান, সামরিক তৎপরতা কমিয়ে কেবলমাত্র টহলদারির সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে দুই দেশ। চীনের তরফেও একই কথা জানানো হয় বিবৃতি জারি করে।
তারপরই গত সপ্তাহ থেকে শুরু হয় সেনাবাহিনী সরানোর প্রক্রিয়া। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অক্টোবরের আগে পর্যন্ত সীমান্তে স্রেফ টহলদারি চালাত দু’দেশ। গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে বাড়তে থাকে। সেনাবাহিনী মোতায়েন করে ভারত-চীন। এমনকি অস্থায়ী ছাউনি-সহ নানা নির্মাণও দেখা যায় সীমান্ত-সংলগ্ন এলাকাজুড়ে। তবে সেই সমস্ত কিছুই সরিয়ে নিতে একমত হয়েছে দু’দেশ।
সূত্র : সংবাদ প্রতিদিন