উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় চার ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক অফিসার।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং বাকিরা স্টাফ সার্জেন্ট।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে।
উত্তর গাজায় স্থল অনুপ্রবেশ করে গণগ্রেফতার চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তারা ঘন ঘন আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে।
অন্যদিকে গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার একটি হাসপাতাল কর্তৃপক্ষ আল জাজিরাকে জানিয়েছে, ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১১৫ জন নিহত হয়েছে।
তারা আরো জানিয়েছে, এর মধ্যে বাইত লাহিয়ার একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১০৯ জন নিহত হয়েছে। ওই ভবনে প্রায় ২০০ জন আহত হয়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল এবং আল জাজিরা