12:50 pm, Sunday, 22 December 2024

ক্রসফায়ারের ৮ বছর পর বেনজিরের বিরুদ্ধে মামলা

  • Zuel Rana
  • Update Time : 09:28:26 pm, Monday, 28 October 2024
  • 102

বেনজির আহমেদ। ফাইল ছবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটে ২০১৬ সালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হেফাজতে ক্রসফায়ার শাফিনুর ইসলাম শাফিনকে হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ রোববার (২৮ অক্টোবর) ক্রসফায়ারে নিহত শাফিনুর ইসলাম শফিনের বাবা জয়পুরহাটের সদর উপজেলার চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ করেন।

অভিযুক্তদের মধ্যে র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।

অন্য সাতজন হলেন—জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‍্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা শাফিনুর ইসলাম শাফিনকে গ্রেপ্তার করে। এর এক মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আদালত প্রথম নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার আদেশ দেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ক্রসফায়ারের ৮ বছর পর বেনজিরের বিরুদ্ধে মামলা

Update Time : 09:28:26 pm, Monday, 28 October 2024

জয়পুরহাটে ২০১৬ সালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হেফাজতে ক্রসফায়ার শাফিনুর ইসলাম শাফিনকে হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আজ রোববার (২৮ অক্টোবর) ক্রসফায়ারে নিহত শাফিনুর ইসলাম শফিনের বাবা জয়পুরহাটের সদর উপজেলার চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ করেন।

অভিযুক্তদের মধ্যে র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।

অন্য সাতজন হলেন—জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‍্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা শাফিনুর ইসলাম শাফিনকে গ্রেপ্তার করে। এর এক মাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আদালত প্রথম নয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করার আদেশ দেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’