6:51 pm, Sunday, 22 December 2024

গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন

  • Zuel Rana
  • Update Time : 09:16:42 pm, Monday, 28 October 2024
  • 63

গণঅভ্যুত্থানের ফাইল ছবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠিত হয়েছে। সেলটি ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সরকার এই সেল গঠন করেছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় এই সেল গঠন করা হলো।

১০ সদস্যের এই সেলের প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। সেলের অন্যান্য সদস্য হবেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের চারজন কর্মকর্তা। চিকিৎসক ও বিশেষ প্রতিনিধি থাকবেন দুজন।

ছাত্র প্রতিনিধিও থাকবেন দুজন। তারা হলেন–আব্দুল্লাহ সালেহীন অয়ন ও সিনথিয়া জাহিন আয়েশা। এ ছাড়া তথ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি এই সেলের সদস্য থাকবেন।

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন

Update Time : 09:16:42 pm, Monday, 28 October 2024

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠিত হয়েছে। সেলটি ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতে সরকার এই সেল গঠন করেছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তা দিতে গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় এই সেল গঠন করা হলো।

১০ সদস্যের এই সেলের প্রধান হবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা। সেলের অন্যান্য সদস্য হবেন উপসচিব বা সিনিয়র সহকারী সচিব পর্যায়ের চারজন কর্মকর্তা। চিকিৎসক ও বিশেষ প্রতিনিধি থাকবেন দুজন।

ছাত্র প্রতিনিধিও থাকবেন দুজন। তারা হলেন–আব্দুল্লাহ সালেহীন অয়ন ও সিনথিয়া জাহিন আয়েশা। এ ছাড়া তথ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি এই সেলের সদস্য থাকবেন।