এক সন্ত্রাসী হামলায় ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১০ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলাটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘটিত হয় এবং এতে ইরানের আরও কয়েকজন সীমান্তরক্ষী গুরুতর আহত হন।
এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। ইরানি কর্তৃপক্ষ এ ঘটনার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
এদিকে শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। এর মাঝেই ইরানের সীমান্ত অঞ্চলে এ ধরনের আক্রমণ দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
ইরানি কর্মকর্তারা সন্ত্রাসী কার্যক্রম ও মাদক চোরাচালান মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই