ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বাইরে অপেক্ষায় থাকা তার মা শামীম আরা বেগম হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে। ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন। শুক্রবার মেয়ে তাবাসসুমকে নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন।
মেয়েকে কেন্দ্রে পাঠিয়ে তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অপেক্ষা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ট্রোকের কারণে শামীম আরার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গতকাল যে পাঁচ সেনা নিহত হয়েছেন তার মধ্যে একজনের চাচাত ভাই গাজায় জিম্মি অবস্থায় আটকা আছেন।
বিডি/জেডআর