সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে নতুন করে ৪৫০ কোটি ডলারের বাজেট সহায়তা পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে আইএমএফ থেকে ৩০০ কোটি ডলার এবং বিশ্বব্যাংক থেকে ১৫০ কোটি ডলার আসতে পারে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে সোমবার আমেরিকায় গেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ বার্ষিক সভা সোমবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত।
প্রতিনিধি দলটি নতুন অর্থায়ন পদ্ধতি এবং সংস্কারের শর্ত নিয়ে আলোচনা করতে মূল অনুষ্ঠানের ফাঁকে বিশ্বব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বসবে।
সংস্থা দুটির উচ্চপদস্থ কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন জানিয়ে প্রয়োজনীয় তহবিল সরবরাহের আশ্বাস দিয়েছেন।