রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আবারও জড়ো হয়েছেন ৩৫ প্রত্যাশীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে জাতীয় জাদুঘরের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন।
‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই আন্দোলন চলছে। তাদের দাবি, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা এবং জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইফুর রহমান সোহেল বলেন, জনপ্রশাসন সংস্কার কমিটি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার সুপারিশ করেছে।
তবে উপদেষ্টাদের মিটিংয়ে এই সুপারিশ আরো যাচাই-বাছাইয়ের কথা বলেছে। আমাদের যৌক্তিক দাবি নস্যাৎ করার জন্য এভাবে কালক্ষেপণ করা হচ্ছে বলে আমরা মনে করি। তাই আমরা আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শাহবাগে জড়ো হয়েছি। আমরা চাই, দ্রুত চাকরির প্রবেশে বয়স ৩৫ বছর করে প্রজ্ঞাপন জারি করা হোক।
এদিকে শাহবাগে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।