সাভারের আশুলিয়ায় এবারের শ্রমিক অসন্তোষে বিদেশি চক্র জড়িত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ।
রোববার বিকালে আশুলিয়া ইউনিয়নের বড় রাঙ্গামাটিয়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এ সময় আরও বলেন, শিল্পাঞ্চলে বেতন-ভাতার দাবি নিয়ে অসন্তোষ ছিল। এছাড়া বিদেশি চক্র শ্রমিক অসন্তোষ উসকে ও ইন্ধন দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অসন্তোষকারীদের চিহ্নিত করে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে সে কারণেই এখন সব কারখানা চালু রয়েছে, কোনো সমস্যা নেই।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির হোসেন, ভাইস প্রেসিডেন্ট কাজী মঞ্জুরুল ইসলাম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন শিপার সমাজপতিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।