জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার মাত্র দেড় মাসের মাথায় ৫২ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার মধ্যে দিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে। বিচারের নামে প্রহসন করে শুধু জামায়াত নেতা-কর্মীদের গুম-খুন করা হয়নি সাধারণ নির্দোষ মানুষকেও গুম-খুন করেছিল বিগত সরকার। ইনশাআল্লাহ এই গুম-খুনের বিচার বাংলাদেশে হবে।’
শনিবার দুপুর ৩টায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের সম্পূর্ণ কৃতিত্ব মহান আল্লাহর। আর জমিনের কৃতিত্ব ১৮ কোটি জনতার। আর নেতৃত্বের কৃতিত্ব বাংলাদেশের ছাত্র ও যুবসমাজের।’
জামায়াত আমির বলেন, ‘দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। তাদের সঙ্গে দেওয়া জাতির অঙ্গীকার আমাদেরকে পূরণ করতে হবে কারণ জাতির সঙ্গে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেছে।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ছাত্রজনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সম্মানিত করতে হবে। পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের এই ত্যাগের মূল্যায়ন করতে হবে।’
জামায়াত আমির আরও বলেন, ‘জনগণের রায়ে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।’