2:06 pm, Monday, 23 December 2024

জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু ট্রাইব্যুনালে

  • Zuel Rana
  • Update Time : 12:26:10 pm, Thursday, 17 October 2024
  • 76

ফাইল ছবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই প্রক্রিয়া শুরু হয়।

এদিনের কার্যতালিকায় আছে তিনটি মামলা। জানা গেছে, ট্রাইব্যুনালে করা হয়েছে মোট ৬০টি অভিযোগ। এর মধ্যে ৫৪টি মামলারই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে গত মঙ্গলবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন বৃহস্পতিবার থেকে বিচারকাজ শুরু হবে।

আইন উপদেষ্টা ওইদিন বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। সংস্কারের পর ১ নভেম্বর থেকে মূল ভবনে শুরু হবে বিচারকাজ।

তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে।

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু ট্রাইব্যুনালে

Update Time : 12:26:10 pm, Thursday, 17 October 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই প্রক্রিয়া শুরু হয়।

এদিনের কার্যতালিকায় আছে তিনটি মামলা। জানা গেছে, ট্রাইব্যুনালে করা হয়েছে মোট ৬০টি অভিযোগ। এর মধ্যে ৫৪টি মামলারই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে গত মঙ্গলবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম জানিয়েছিলেন বৃহস্পতিবার থেকে বিচারকাজ শুরু হবে।

আইন উপদেষ্টা ওইদিন বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণে চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। সংস্কারের পর ১ নভেম্বর থেকে মূল ভবনে শুরু হবে বিচারকাজ।

তাজুল ইসলাম জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রয়োজনীয় কয়েকটি আবেদন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে।