9:30 am, Sunday, 22 December 2024

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও

  • Zuel Rana
  • Update Time : 11:29:12 pm, Tuesday, 15 October 2024
  • 88

ফাইল ছবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দাবিতে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভেরিফাইড ফেসবুকে সারজিস তার আইডিতে এই ঘোষণা দেন। পরে কমেন্টে তিনি লেখেন, সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে৷

সারজিস লেখেন, এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷ তিনি আরও লেখেন, যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি, সেখানে শকুনরা জেগে ওঠার সাহস করছে! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত ৷

অপর এক পোস্ট সারজিস আলম লেখেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুই হাজারের বেশি ভাইবোনকে যে নরপশুরা হত্যা করেছে, আমার অর্ধ-লক্ষ ভাইবোনদের যারা রক্ত ঝড়িয়েছে তাদের দালালরা দুই মাস যেতে না যেতেই খুনি হাসিনার স্লোগান দিচ্ছে ! যুদ্ধ শেষ হয়নি, এটাই তার প্রমাণ৷ এই সব কালপ্রিটদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে ৷ খুনি ও খুনির দোসররা কি করেছে তার কিছু চিহ্ন আবার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি৷ রক্ত এখনো শুকায় নাই ৷

এই পোস্টের কমেন্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ছবি পোস্ট করেন যেখানে কারও পা নেই, কারও বুকের মধ্যে বিঁধে আছে বুলেট, কারও মাথায় অপারশেনের সেলাইয়ের ছবি।

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবিতে বুধবার হাইকোর্ট ঘেরাও

Update Time : 11:29:12 pm, Tuesday, 15 October 2024

আওয়ামীপন্থি বিচারকদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এই দাবিতে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ভেরিফাইড ফেসবুকে সারজিস তার আইডিতে এই ঘোষণা দেন। পরে কমেন্টে তিনি লেখেন, সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে৷

সারজিস লেখেন, এই খুনি হাসিনার দালালদের কারণেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷ তিনি আরও লেখেন, যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি, সেখানে শকুনরা জেগে ওঠার সাহস করছে! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত ৷

অপর এক পোস্ট সারজিস আলম লেখেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুই হাজারের বেশি ভাইবোনকে যে নরপশুরা হত্যা করেছে, আমার অর্ধ-লক্ষ ভাইবোনদের যারা রক্ত ঝড়িয়েছে তাদের দালালরা দুই মাস যেতে না যেতেই খুনি হাসিনার স্লোগান দিচ্ছে ! যুদ্ধ শেষ হয়নি, এটাই তার প্রমাণ৷ এই সব কালপ্রিটদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামবে ৷ খুনি ও খুনির দোসররা কি করেছে তার কিছু চিহ্ন আবার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি৷ রক্ত এখনো শুকায় নাই ৷

এই পোস্টের কমেন্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের ছবি পোস্ট করেন যেখানে কারও পা নেই, কারও বুকের মধ্যে বিঁধে আছে বুলেট, কারও মাথায় অপারশেনের সেলাইয়ের ছবি।

বিডি/জেডআর