ফিলিস্তিনের পর এবার লেবাননে চলছে দখলদার ইহুদীদের আগ্রাসন। এর শেষ কোথায় কেউ জানেনা। আরব বিশ্বগুলো জোটবদ্ধভাবে ইহুদীদের জবাব দিতে পারলে হয়তো দখলদার বাহিনীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যেত, কিন্তু সেই আশায় গুড়ে বালি।
লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির কেফার তিবনিট গ্রামে স্থানীয় সময় ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সেখানে হামলা চালায় ইসরায়েল। এতে পুরোপুরি ধ্বংস হয়েছে গেছেন সেখানকার ১০০ বছরের পুরনো একটি মসজিদ। খবর, গালফ নিউজের।
স্থানীয় শহরের মেয়র ফুয়াদ ইয়াসিনের উদ্ধৃতি দিয়ে নিউজের প্রতিবেদনে বলা হয়েছ, মসজিদটি সীমান্ত এলাকার ৮ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় এটি ধ্বংস হওয়ার ফলে এই এলাকার মুসল্লিরা একত্রিত হওয়ার সুযোগ হারিয়েছে। ফুয়াদ আরও বলেন, মসজিদটি ১০০ বছরের পুরনো এবং স্থানীয়রা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এর চত্বরে জড়ো হতেন।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি হামলায় ১২৬০ জন মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখের বেশি মানুষ।