ভারতের মুম্বাইয়ে একটি দোতলা দোকান-কাম-আবাসিক ভবনে আগুন লেগে তিন শিশুসহ সাতজনের মৃত্যুর হয়েছে।
রোববার সকালে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ওই কর্মকর্তা জানান, চেম্বার এলাকার সিদ্ধার্থ কলোনিতে সকাল ৫টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ভবনটির নিচতলা দোকান হিসেবে এবং উপরের তলা আবাসন হিসেবে ব্যবহৃত হতো। নিচতলায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা উপরের তলায় তা ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এ ঘটনায় আহত সাতজনকে রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের সবাইকে মৃত ঘোষণা করা হয়।
তিনি জানান, ফায়ার সার্ভিস, পানির ট্যাংকার এবং অন্যান্য সহায়তা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নিহতরা হলেন প্যারিস গুপ্তা (৭), মঞ্জু প্রেম গুপ্তা (৩০), অনিতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০), নরেন্দ্র গুপ্তা (১০), বিধি চেদিরাম গুপ্তা (১৫) এবং গীতাদেবী ধর্মদেব গুপ্তা (৬০)।
সূত্র : বাসস
বিডি/জেডআর