ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর তেল আবিবে ১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) ইসরাইলি আর্মি রেডিও এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হড হাশারনের প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কেএএন বুধবার শহরের কর্মকর্তাদের সূত্রে বলেছে, কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ঠিক করতে কিছুটা সময় লাগবে। অন্য কয়েক ডজনের সামান্য ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ইসরাইলি আর্মি রেডিও নিশ্চিত করেছে যে ইরানি রকেট বৃহত্তর তেল আবিব এলাকার অংশ হড হাশারনে অবস্থিত নেতানিয়ার খোলা এলাকায় পড়েছে।
দুই আঞ্চলিক চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলে প্রায় ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে যে হামাস নেতা ইসমাইল হানিয়াহ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিলফোরোশানের হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।
হানিয়াহ জুলাই মাসে তেহরানে একটি হামলায় নিহত হন। গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলায় নাসরাল্লাহ এবং নীলফোরোশান নিহত হন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান বড় ভুল করেছে। ইরানকে এর মাশুল দিতে হবে।
হামাস ও হিজবুল্লাহ উভয়ের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ একটি বৃহত্তর আঞ্চলিক সঙ্ঘাতে রূপান্তরিত হওয়ার উচ্চতর আন্তর্জাতিক আশঙ্কার মধ্যে এই হামলা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
বিডি/জেডআর