ইসরাইলের উপর আরো বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খোমেনি। বুধবার (২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এর আগে ইসরাইলে ১৮০টি ব্যালিস্টিক মিসাইল হামলা করে ইরান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখালে ইসরাইলকে আরো কঠিন ও বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে খোমেনি। এরপর তিনি বলেন, সাহায্য আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে। বিজয় সন্নিকটে।
ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে যে তারা তেল আবিবের কাছে তিনটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা করেছে।
এদিকে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক সাক্ষাৎকারে বলেন, মোসাদ এজেন্টদেরকে সনাক্ত করার জন্য একটি কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছিল। সেখানে যাকে প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল, তিনি একইসাথে ইসরাইলেরও এজেন্ট ছিলেন। তিনি পরে জানিয়েছিলেন যে এমন ডাবল এজেন্ট আরো ২০ জন ছিল। মূলত এই এজেন্টরাই ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যগুলো ফাঁস করে আসছিল। এতে নানা ক্ষেত্রে ইরান ব্যর্থ হয়েছে।
এ সময় ওই এজেন্টদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো সংবেদনশীল তথ্য ফাঁস করারও অভিযোগ করেন তিনি।
সূত্র : টাইমস অফ ইসরাইল
বিডি/জেডআর