6:31 pm, Friday, 18 October 2024

টিএসসিতে তোলা অর্থ প্রধান উপদেষ্টার তহবিলে দেওয়ার সিদ্ধান্ত

  • Zuel Rana
  • Update Time : 10:03:49 pm, Tuesday, 1 October 2024
  • 48

ছবিঃ সংগৃহিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
টিএসসিতে তোলা অর্থ প্রধান উপদেষ্টার তহবিলে দেওয়ার সিদ্ধান্ত

বন্যা দুর্গতদের জন্য টিএসসিতে তোলা অর্থের ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার পুনর্বাসন তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর ১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে উত্তরবঙ্গসহ আশপাশের বন্যাকবলিত জেলায়।

মঙ্গলবার রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তারা জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, টেকনিকাল সাপোর্টসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় বিবেচনায় সরকারের তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারের তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকায় এর সঠিক ব্যবহার সম্ভব বলেও মনে করেন তারা।

এ সময় সমন্বয়কদের অর্থ আত্মসাতের বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও দাবি করেন তারা।

ছাত্র নেতারা জানান, পূর্ণাঙ্গ অডিটের স্বচ্ছতার জন্যই ২১ দিন সময় নেওয়া হয়েছে, তবে অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি।

ত্রাণ তহবিলের বাকি অর্থ স্থানীয় প্রশাসন ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে কাজ করার কথাও জানান সমন্বয়করা।

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

টিএসসিতে তোলা অর্থ প্রধান উপদেষ্টার তহবিলে দেওয়ার সিদ্ধান্ত

Update Time : 10:03:49 pm, Tuesday, 1 October 2024
টিএসসিতে তোলা অর্থ প্রধান উপদেষ্টার তহবিলে দেওয়ার সিদ্ধান্ত

বন্যা দুর্গতদের জন্য টিএসসিতে তোলা অর্থের ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার পুনর্বাসন তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর ১ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে উত্তরবঙ্গসহ আশপাশের বন্যাকবলিত জেলায়।

মঙ্গলবার রাতে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তারা জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, টেকনিকাল সাপোর্টসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় বিবেচনায় সরকারের তহবিলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারের তহবিলে অর্থ প্রদানের মাধ্যমে দুর্গত এলাকায় এর সঠিক ব্যবহার সম্ভব বলেও মনে করেন তারা।

এ সময় সমন্বয়কদের অর্থ আত্মসাতের বিষয়টি গুজব ও ভিত্তিহীন বলেও দাবি করেন তারা।

ছাত্র নেতারা জানান, পূর্ণাঙ্গ অডিটের স্বচ্ছতার জন্যই ২১ দিন সময় নেওয়া হয়েছে, তবে অডিট বাবদ কোনো অর্থ ব্যয় হয়নি।

ত্রাণ তহবিলের বাকি অর্থ স্থানীয় প্রশাসন ও ছাত্রদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে কাজ করার কথাও জানান সমন্বয়করা।

বিডি/জেডআর