10:19 pm, Saturday, 21 December 2024

এবার ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল

  • Zuel Rana
  • Update Time : 05:29:03 am, Monday, 30 September 2024
  • 75

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ফুটেজে হোদেইদাহে ধোঁয়া উড়তে দেখা যায় - ছবি : বিবিসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দরগুলোতে এ হামলা চালানো হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

এই হামলার বিষয়ে এক্স প্লাটফর্মে দেয়া এক পোস্টে আইডিএফ বলেছে, ‘ইয়েমেনে হুথি অধ্যুষিত এলাকা রাস ইসা এবং হোদাইদাহে আজ একটি বড় আকারের বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। এয়ারফোর্সের ডজনখানেক এয়ারক্রাফ্টসহ ফাইটার জেট, রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমান এ অভিযানে অংশ নেয়।’

‘আইডিএফ বিদ্যুত কেন্দ্রগুলো এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে যেগুলো তেল আমদানিতে ব্যবহৃত হত।’

ইয়েমেনে যেসব অবকাঠামো এবং বন্দরগুলোতে আক্রমণ করা হয়েছে সেগুলো ইরানিয়ান অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হত বলে দাবি করেছে আইডিএফ।

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বিমান হামলায় জ্বালানি ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুথিদের ‘সাম্প্রতিক হামলার’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শুক্রবার মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কৃতিত্ব দাবি করেছিল হুথিরা।

‘হোদেইদাহে ইসরাইলি আগ্রাসনের’ জবাবে হুথি বার্তা সংস্থা একটি বিবৃতিতে বলেছে, ‘এতে ইয়েমেনের লড়াই থামবে না, ইহুদি শত্রুদের বিরুদ্ধে হামলাও বন্ধ হবে না।’

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সিডন শহরের কাছে ইসরাইলি হামলায় ২৪ জন নিহত হয়েছে। এছাড়া এ শহরের নিকটস্থ ‘আইন আল দেব’ এ হামলায় ২৯ জন আহত হয়েছেন।

সিডন শহরটি ইসরাইল–লেবানন সীমানা এবং লেবাননের রাজধানী বৈরুতের প্রায় মধ্যভাগে অবস্থিত।

২৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৬ হাজারের বেশি সিরিয়ান এবং ৪১ হাজার ৩০০ লেবানিজ সিরিয়ান সীমান্ত এলাকা অতিক্রম করে আশ্রয় নিয়েছে। লেবাননের আশ্রয়কেন্দ্রগুলোয় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

সূত্র : বিবিসি

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

এবার ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইল

Update Time : 05:29:03 am, Monday, 30 September 2024

লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র এবং সমুদ্র বন্দরগুলোতে এ হামলা চালানো হয়েছে বলে আইডিএফ জানিয়েছে।

এই হামলার বিষয়ে এক্স প্লাটফর্মে দেয়া এক পোস্টে আইডিএফ বলেছে, ‘ইয়েমেনে হুথি অধ্যুষিত এলাকা রাস ইসা এবং হোদাইদাহে আজ একটি বড় আকারের বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। এয়ারফোর্সের ডজনখানেক এয়ারক্রাফ্টসহ ফাইটার জেট, রিফুয়েলিং এবং গোয়েন্দা বিমান এ অভিযানে অংশ নেয়।’

‘আইডিএফ বিদ্যুত কেন্দ্রগুলো এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে যেগুলো তেল আমদানিতে ব্যবহৃত হত।’

ইয়েমেনে যেসব অবকাঠামো এবং বন্দরগুলোতে আক্রমণ করা হয়েছে সেগুলো ইরানিয়ান অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হত বলে দাবি করেছে আইডিএফ।

ইয়েমেনের হোদেইদাহ বন্দরে বিমান হামলায় জ্বালানি ট্যাঙ্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুথিদের ‘সাম্প্রতিক হামলার’ প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শুক্রবার মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কৃতিত্ব দাবি করেছিল হুথিরা।

‘হোদেইদাহে ইসরাইলি আগ্রাসনের’ জবাবে হুথি বার্তা সংস্থা একটি বিবৃতিতে বলেছে, ‘এতে ইয়েমেনের লড়াই থামবে না, ইহুদি শত্রুদের বিরুদ্ধে হামলাও বন্ধ হবে না।’

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সিডন শহরের কাছে ইসরাইলি হামলায় ২৪ জন নিহত হয়েছে। এছাড়া এ শহরের নিকটস্থ ‘আইন আল দেব’ এ হামলায় ২৯ জন আহত হয়েছেন।

সিডন শহরটি ইসরাইল–লেবানন সীমানা এবং লেবাননের রাজধানী বৈরুতের প্রায় মধ্যভাগে অবস্থিত।

২৩ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৬ হাজারের বেশি সিরিয়ান এবং ৪১ হাজার ৩০০ লেবানিজ সিরিয়ান সীমান্ত এলাকা অতিক্রম করে আশ্রয় নিয়েছে। লেবাননের আশ্রয়কেন্দ্রগুলোয় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

সূত্র : বিবিসি

বিডি/জেডআর