হাসিনা সরকার পতনের পর এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেশের বিভিন্ন জায়গা এখনো নানা অপকর্ম প্রতিনিয়ত ঘটেই চলেছে। এভাবে আর কতদিন চলবে তা বলা মুশকিল। এবার ঢাকার অদূরে গাজীপুরে ঘটলো এমনই লোমহর্ষক ঘটনা।
গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখা থেকে টাকা নিয়ে মূল শাখায় জমা দিতে যাওয়ার সময় দুর্বৃত্তরা ফিল্মিস্টাইলে হামলা করে সব টাকা ছিনিয়ে নিয়েছে। এসময় প্রথমে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দুই ব্যাংক কর্মকর্তাসহ দুই আনসার সদস্যকে কুপিয়ে আহত করে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
রোববার বিকেলে শহরের রথখোলা এলাকার শহীদ বরকত স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯), ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭), আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংক গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান জানান, বিকেলে প্রতি দিনের মতো গাজীপুরের তাজউদ্দীন মেডিক্যালে সোনালী ব্যাংকের উপশাখা থেকে ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে অটোরিকশায় ওই চার জন ব্যাংকের মূল শাখায় যাচ্ছিলেন।
সাত লাখের কিছু বেশি টাকা ছিনতাই হয়েছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন যুবক অটোরিকশার গতিরোধ এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে যুবকরা ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। তারপর ওই চার জনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি/জেডআর