12:54 am, Friday, 27 December 2024

আজ আবারও শ্রমিক আন্দোলন, আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা

  • Zuel Rana
  • Update Time : 12:47:14 pm, Saturday, 28 September 2024
  • 99

ছবিঃ সংগৃহিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রতিটি জনগণ যেন বাগস্বাধীনতা ফিরে পেয়েছে। বিভিন্ন দাবি নিয়ে প্রতিনিয়িত আন্দোলনে জড়িয়ে পড়েছে বিভিন্ন মহল। বেশ কিছুদিন আন্দোলন বন্ধ থাকার পর আজ আবারও পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে সড়ক আবরোধ করে আন্দোলন শুরু করেছে।

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, কয়েক আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন। পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে ঝামেলা সৃষ্টি করলে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরাও বিক্ষোভ করছেন।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রয়েছে ১০টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টি কারখানায়। মোট ১৬টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাদেরকে বুঝিয়ে সরক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিডি/জেডআর

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

আজ আবারও শ্রমিক আন্দোলন, আশুলিয়ায় বন্ধ ১৬ কারখানা

Update Time : 12:47:14 pm, Saturday, 28 September 2024

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের প্রতিটি জনগণ যেন বাগস্বাধীনতা ফিরে পেয়েছে। বিভিন্ন দাবি নিয়ে প্রতিনিয়িত আন্দোলনে জড়িয়ে পড়েছে বিভিন্ন মহল। বেশ কিছুদিন আন্দোলন বন্ধ থাকার পর আজ আবারও পোশাক শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে সড়ক আবরোধ করে আন্দোলন শুরু করেছে।

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, কয়েক আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন। পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে ঝামেলা সৃষ্টি করলে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরাও বিক্ষোভ করছেন।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রয়েছে ১০টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টি কারখানায়। মোট ১৬টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাদেরকে বুঝিয়ে সরক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিডি/জেডআর