9:54 pm, Monday, 30 December 2024

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস

  • Zuel Rana
  • Update Time : 09:40:53 pm, Friday, 27 September 2024
  • 81
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার এই সাক্ষাতের সময় মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. মুহাম্মদ ইউনূস।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্কের কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকার প্রধান।

মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যেই অনেক বিষয়ে মিল রয়েছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম। জলবায়ু সংকট থেকে উদ্ভূত বিপদগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সমগ্র অস্তিত্বই হুমকির মুখে’।

মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।

মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি আমাদের দুটি দেশ একসাথে কাজ করে, তাহলে এটি দুই দেশের জনগণের জন্যই উপকারী হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, তিনি সার্ককে অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ এশীয় অঞ্চলের আরও ঘনিষ্ঠ সংহতির জন্য সক্রিয় দেখতে চান। তিনি বলেন, ‘আমরা আরও ঘনিষ্ঠ হবো। আমাদের মধ্যে দূরত্ব রাখা উচিত নয়।’

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস

Update Time : 09:40:53 pm, Friday, 27 September 2024

আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার এই সাক্ষাতের সময় মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন ড. মুহাম্মদ ইউনূস।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, সার্কের কার্যকরীকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকার প্রধান।

মালদ্বীপের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের আহ্বান জানিয়ে এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যেই অনেক বিষয়ে মিল রয়েছে, যার মধ্যে জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব অন্যতম। জলবায়ু সংকট থেকে উদ্ভূত বিপদগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের সমগ্র অস্তিত্বই হুমকির মুখে’।

মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।

মোহাম্মদ মুইজ্জু বলেন, দুই দেশ পর্যটন, মৎস্য ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসাথে কাজ করতে পারে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি আমাদের দুটি দেশ একসাথে কাজ করে, তাহলে এটি দুই দেশের জনগণের জন্যই উপকারী হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, তিনি সার্ককে অর্থনৈতিক সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ এশীয় অঞ্চলের আরও ঘনিষ্ঠ সংহতির জন্য সক্রিয় দেখতে চান। তিনি বলেন, ‘আমরা আরও ঘনিষ্ঠ হবো। আমাদের মধ্যে দূরত্ব রাখা উচিত নয়।’