ভারতীয়রা কারো বন্ধু হতে পারে না তা বার বার ফুটে উঠেছে, বিশেষ করে ক্রিকেটের গ্যালারিতে বার বার ক্রিকেট ভক্তকে মারধরের ঘটনায়। এর আগেও টাইগার শোয়েবকে লাঞ্চিত করা হয়েছিল। আবারও একই ঘটনার অবতারনা হলো কানপুরে।
কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। টস হেরে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় গ্যালারিতে ঘটেছে এক বাজে ঘটনা। বাংলাদেশ ক্রিকেটের ভক্ত ‘টাইগার রবি’কে গ্যালারিতে মারধর করেছে ভারতের ভক্তরা।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় ভক্তরা বাংলাদেশ ক্রিকেটের ওই ভক্তকে মারধর করে এবং তার থেকে পতাকা ছিনিয়ে নেয়। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাকে উদ্ধার করে।
তাকে প্রথমে পানি খাওয়ান কানপুর পুলিশ। স্টেডিয়ামে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে টাইগার রবিকে কেন মারধর করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে কানপুর টেস্ট শুরুর আগে ভারতের হিন্দু মহাসভার নেতারা ধর্মঘট ডাকেন। তারা ৬ অক্টোবর টি-২০ ম্যাচ ঘিরে গোয়ালিয়র বন্-ধ ডেকেছেন। এছাড়া কানপুরে সড়ক অবরোধ করার ঘোষণা দেন। এরপর কানপুর পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়। তারপরও গ্যালারিতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের ভক্ত।