কামিন্দু মেন্ডিস একটি বিস্ময় বালকের নাম। ৮ জুলাই ২০২২ এ যার গলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক এবং সেই টেস্টে ৬১ রান করে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল।
তারপর থেকে তাকে আর পিছে তাকাতে হয়নি। রীতিমত আকাশে উড়ছে কামিন্দু মেন্ডিস। ২০২৪ সালে এসেই ইতোমধ্যে ৫ টি সেঞ্চুরি করে বসেছেন। তিনি ৮ টি টেস্ট খেলে
ফেলেছেন। যার মধ্যে ৫ টি টেস্ট সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ২টা, ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট সেঞ্চুরি করেছেন।
টানা ৯ ইনিংসে ৫০ এর বেশি রান করেছেন। গড়ের দিকে তাকালে চোখ কপালে ওঠার মত। প্রায় ৭৫ গড়ে ব্যাট করে চলেছেন। বলছিলাম শ্রীলঙ্কার টেস্ট খেলোয়াড় কামিন্দু মেন্ডিসের কথা। বর্তমান সময়ে সবচেয়ে বেশি গড় নিয়ে ব্যাট করছেন তিনি। শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভের এখন পরম ভরসার নাম তিনি।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৯৪ রান সংগ্রহ করে। কামিন্দু মেন্ডিস ১২৯ রানে অপরাজিত আছেন।