8:29 pm, Sunday, 22 December 2024

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত

  • Zuel Rana
  • Update Time : 11:35:20 pm, Wednesday, 25 September 2024
  • 79

ছবিঃ সংগৃহিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ তথা সারা বিশ্বেই বেশ আলোচিত। একের পর এক নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে নিন্দুকদেরও ভালোবাসা কুড়িয়েছেন। তারই অংশ স্বরূপ এবার আমেরিকাতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে স্বাক্ষাত করেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ। সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের সরকার প্রধান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐকমত্য পোষণ করেন
সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে ‘যুব কর্মসূচি’ বিনিময়ের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘সার্ককে পুনরুজ্জীবিত করা এবং এক্ষেত্রে একটি ভালো উপায় হতে পারে পাকিস্তানের সমর্থন।’ উত্তরে শেহবাজ শরীফ তার সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে তারা এগিয়ে যাবেন।

এ ছাড়া, দুই দেশর পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত

Update Time : 11:35:20 pm, Wednesday, 25 September 2024

বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ তথা সারা বিশ্বেই বেশ আলোচিত। একের পর এক নানা উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে নিন্দুকদেরও ভালোবাসা কুড়িয়েছেন। তারই অংশ স্বরূপ এবার আমেরিকাতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে স্বাক্ষাত করেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ। সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের সরকার প্রধান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐকমত্য পোষণ করেন
সার্ককে পুনরুজ্জীবিত করার আগ্রহ প্রকাশ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে ‘যুব কর্মসূচি’ বিনিময়ের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘সার্ককে পুনরুজ্জীবিত করা এবং এক্ষেত্রে একটি ভালো উপায় হতে পারে পাকিস্তানের সমর্থন।’ উত্তরে শেহবাজ শরীফ তার সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে তারা এগিয়ে যাবেন।

এ ছাড়া, দুই দেশর পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।