প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পাল আবারও সিনেমা প্রেমীদের বুকে কাঁপন ধরাতে অচিরেই পর্দায় হাজির হতে চলেছেন । প্রিয়তমার আকাশচুম্বি সফলতার পর সেই ভাইভ কি ধরে রাখতে পারবে কলকাতার লাস্যময়ী নায়িকা ইধিকা পাল?
ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানের জুটিটা দারুণ গ্রহণযোগ্যতা পায়। শাকিব-ইধিকাকে দর্শক বার বার দেখতে চায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ইধিকার সিনেমা হওয়ার কথা থাকলেও সেটির বাস্তবায়ন এখন সিদ্ধান্তের দরজায় ক্রমশ মলিন হচ্ছে।
সম্প্রতি বিষয়গুলো নিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা হয় ইধিকার। ইধিকার কথায় জানা যায়, শরিফুল রাজের সঙ্গে তার অভিনয়ের সুযোগটি দিন দিন ফুরিয়ে আসছে। বিষয়টি তিনি নিজেই জানতেন না।
রাজের সঙ্গে নতুন ছবি ‘সাহেব’ করার কথা ছিল অভিনেত্রীর। রাজ-ইধিকার রসায়ণ দেখার পালা ছিল দর্শকের। কিন্তু সেটি ক্রমশ মলিন হচ্ছে। ছবিটির পরিচালক সাইফ চন্দন মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতি ছবিটি না হওয়ার নেপথ্যের কারণ। সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর না–ও করতে পারেন।
‘সাহেব’ নিয়ে ইধিকা উল্লেখ করেন, ‘অনেক আগেই ছবিটি নিয়ে আমার কথা হয়েছিল। এরপর বিষয়টি চাপা পড়ে যায়। বিষয়টি এখনই জানলাম। আমায় কিছু জানানো হয়নি।’
তবে টালিউড সূত্র বলছে, এ বিষয়ে নাকি নায়িকার একটুও মন খারাপ হয়নি। এর পেছনেও রয়েছে বড় কারণ। খুব শিগগিরই শাকিব খানের সঙ্গে সিনেমা করতে যাচ্ছেন ইধিকা। শাকিবের প্রিয়তমা ইধিকা বলেন, ‘আমিও তেমনটাই শুনছি। তবে আমায় এখনও আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি।’
মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবির নাম ‘বরবাদ’। সেখানেই শাকিবের সঙ্গে আবারও জমে উঠবে ইধিকার প্রেম। এছাড়া আরও শোনা যাচ্ছে নতুন ছবিতে দুই ফাইট মাস্টার রবি বর্মা ও আয়জাজ শেখের থাকার কথা রয়েছে। খল চরিত্রে থাকতে পারেন মিশা সওদাগর। আগামী অক্টোবর মাসে শুরু হতে পারে শুটিং
তবে নতুন সিনেমা নিয়ে নেটিজেনদের মনে নতুন প্রশ্ন থেকেই যাচ্ছে, তারকারা দুই বাংলায় হওয়াতে ভিসা জটিলতায় কতটুকু কাজ আগাবে? তবে সমস্যার একটি সমাধান করেই শুরু হবে ‘বরবাদ’র শুটিং।