5:21 pm, Tuesday, 11 March 2025

এবার জানা গেল রাবি শিবির সভাপতির পরিচয়

  • Zuel Rana
  • Update Time : 12:59:47 am, Tuesday, 24 September 2024
  • 141

ছবি সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্লিন ইমেজের ছাত্র সংগঠনের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। ছাত্র অধিকার ও সাধারণ ছাত্রদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে তাদের ভূমিকা অপরসীম। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শিবিরের যাত্রা যা আজ অবধি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দুর্বার গতিতে।

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারির পরিচয়ও। ঢাবিতে ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম।

জানা গেছে, ছাত্রশিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হিসেবে ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব নেন।

এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমফিলের শিক্ষার্থী ছাত্রশিবিরের এ নেতা। মাস্টার্সে তিনি ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এর পরই শুরু হয় তুমুল আলোচনা।

Write Your Comment

About Author Information

Zuel Rana

Popular Post

এবার জানা গেল রাবি শিবির সভাপতির পরিচয়

Update Time : 12:59:47 am, Tuesday, 24 September 2024

ক্লিন ইমেজের ছাত্র সংগঠনের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। ছাত্র অধিকার ও সাধারণ ছাত্রদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে তাদের ভূমিকা অপরসীম। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শিবিরের যাত্রা যা আজ অবধি বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দুর্বার গতিতে।

দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারির পরিচয়ও। ঢাবিতে ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম।

জানা গেছে, ছাত্রশিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে।

সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হিসেবে ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব নেন।

এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমফিলের শিক্ষার্থী ছাত্রশিবিরের এ নেতা। মাস্টার্সে তিনি ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি। এর পরই শুরু হয় তুমুল আলোচনা।