ইরানের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে গ্যাস লিক থেকে বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম (আইআরএনএ) জানিয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশে ঘটা এ বিস্ফোরণে আহত হয়েছেন আরো ২০ জনেরও বেশি ।
রাজধানী তেহরান থেকে দক্ষিণ-পূর্বে ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে খনির দুটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণের কারণে এটি ঘটেছে বলে জানা গেছে।
শনিবার স্থানীয় সময় রাত ৯টায় এ বিস্ফোরণটি ঘটে বলে জানানো হচ্ছে।
দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাতজাদেহ বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন।
খনির ভেতরে কতজন জীবিত ও আটকে আছে তা এখনো স্পষ্ট নয়।
স্থানীয় প্রসিকিউটর আলী নেসাইকে রাষ্ট্রীয় গণমাধ্যম উদ্ধৃত করে বলেছেন যে ‘খনিতে গ্যাস জমে’ অনুসন্ধান অভিযানকে কঠিন করে তুলেছে।
তাবাস খনি ৩০ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটিকে ‘ইরানের সবচেয়ে ধনী এবং বৃহত্তম কয়লা এলাকা হিসাবে বিবেচনা করা হয়,’ জানাচ্ছে আইআরএনএ।
সূত্র : বিবিসি