10:26 pm, Monday, 30 December 2024

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

  • Zuel Rana
  • Update Time : 08:25:29 pm, Sunday, 22 September 2024
  • 91

বিজিবি, বিএসএফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন বিএসএফ। বিষয়টি জানতে পেরে বাধা দিয়েছে বিজিবি। বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এ নিয়ে আজ রোববার দুপুরে বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

জানা গেছে, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে। ঘটনাটি নিয়ে দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে।

ওই এলাকার স্থানীয় ধরঞ্জী ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল (শনিবার) বাধা দেন বিজিবি সদস্যরা। পরে আজ সকালে আবার কাজ শুরু করে তারা (বিএসএফ)। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করে।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি করেননি।

জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা (বিজিবি) কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে।’

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া, বিজিবির বাধা

Update Time : 08:25:29 pm, Sunday, 22 September 2024

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছেন বিএসএফ। বিষয়টি জানতে পেরে বাধা দিয়েছে বিজিবি। বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ। এ নিয়ে আজ রোববার দুপুরে বৈঠক করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

জানা গেছে, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে। ঘটনাটি নিয়ে দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে।

ওই এলাকার স্থানীয় ধরঞ্জী ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল (শনিবার) বাধা দেন বিজিবি সদস্যরা। পরে আজ সকালে আবার কাজ শুরু করে তারা (বিএসএফ)। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করে।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি করেননি।

জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা (বিজিবি) কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবে।’