8:02 pm, Saturday, 23 August 2025

অনির্দিষ্টকালের জন্য ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ

  • Zuel Rana
  • Update Time : 10:56:51 pm, Thursday, 19 September 2024
  • 197
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে ২ ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Write Your Comment

About Author Information

Zuel Rana

‘ড. ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে’

অনির্দিষ্টকালের জন্য ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ

Update Time : 10:56:51 pm, Thursday, 19 September 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দলীয় রাজনীতি সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে ৯ টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হয়। সেখানে ২ ঘণ্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়ার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।