দক্ষিণ গাজায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো পাঁচজন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, রাফায় সঙ্ঘর্ষে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গিভাটি ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের সদস্য। চতুর্থজন ছিলেন একজন নারী সৈনিক। তিনি ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সংঘর্ষে আরো পাঁচ সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পৃথকভাবে সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাফায় রকেট চালিত গ্রেনেড (আরপিজি) গুলিতে আরো একজন সেনা গুরুতর আহত হয়েছেন।
৭ অক্টোবর ২০২৩-এ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৭১৩ সেনা নিহত হয়েছে।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব সত্ত্বেও ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, চলমান যুদ্ধে ৪১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৯৫ হাজার ৪০০ জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।
সূত্র : আনাদোলু এজেন্সি