গত ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, ঢাকা মহানগর (উত্তর) যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল পারভেজ ও সদস্য গোলাম কিবরিয়ার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ আদেশ দেন।
এর আগে আমিনুল হকসহ তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অপর দিকে আমিনুল হকের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আমিনুল হকসহ তিনজনের প্রত্যেককে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আমিনুল হকের নিকটাত্মীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার দিবাগত রাত চারটার দিকে গুলশান থেকে আমিনুল, সাজ্জাদুল ও কিবরিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনজনকেই ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আমিনুল হকের রিমান্ড আবেদনে বলা হয়, সেদিন আসামিরা পুলিশ সদস্যদের পিটিয়ে পিস্তল, শটগান, একটা চায়না রাইফেল ছিনিয়ে নেয়। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
২৮ অক্টোবরের ওই ঘটনায় করা মামলায় ইতিমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।























