বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে গণহত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী-লীগ অভিযুক্ত হয়েছে। প্রায় সব এমপিদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মামলা দেওয়া হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের অন্যতম সহচর ছিল এই রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি: মো. এনামুল হক।
রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি: মো. এনামুল হককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে।
র্যাব জানায়, ৫ আগস্ট রাজশাহীর বাগমারাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।