1:12 pm, Wednesday, 15 January 2025

স্পিকারের হাসির প্রশংসায় জাপা সংসদ সদস্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রশংসা করে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আপনার হাসি খুব সুন্দর।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) বিল, ২০২৩ পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী এই মন্তব্য করেন। আজ ছিল একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিন। বিলের আলোচনায় অংশ নিয়ে সংক্ষেপে নিজের পাঁচ বছরের অভিজ্ঞতা তুলে ধরেন বিরোধী দলের এই সংসদ সদস্য। তিনি সংসদে স্পিকারের ভূমিকারও ব্যাপক প্রশংসা করেন।

স্পিকারের উদ্দেশে শামীম হায়দার বলেন, ‘আপনার হাসি খুব সন্দুর। আপনাকে যখন দেখতে যাই, আপনার হাসি দেখলে মন ভালো হয়ে যায়।’

এ সময় শামীম হায়দার পাটোয়ারী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী—দুজনই হাসতে থাকেন। সংসদেও হাসির রোল পড়ে।

স্পিকারের উদ্দেশে শামীম হায়দার বলেন, ‘তিনজনের হাসি বলা হয়—মাধুরী দীক্ষিত, রেনুকা সাহানে এবং জুলিয়া রবার্টস। তাঁরা যদি জজের সামনে হেসে দেন, তাহলে জজও ওনাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন।’

সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকার প্রশংসা করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলের অনেকে অনেক কিছু বলেছেন। কিন্তু সংসদ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

করোনা সংক্রমের কারণে প্রায় তিন বছর নষ্ট হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি, তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’

এরপর বিলের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ কিছুটা মজা করে বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন, দু–তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাইছেন। আমি যেটা বুঝেছি, উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

স্পিকারের হাসির প্রশংসায় জাপা সংসদ সদস্য

Update Time : 12:19:35 am, Friday, 3 November 2023

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর প্রশংসা করে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘আপনার হাসি খুব সুন্দর।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) বিল, ২০২৩ পাসের আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী এই মন্তব্য করেন। আজ ছিল একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিন। বিলের আলোচনায় অংশ নিয়ে সংক্ষেপে নিজের পাঁচ বছরের অভিজ্ঞতা তুলে ধরেন বিরোধী দলের এই সংসদ সদস্য। তিনি সংসদে স্পিকারের ভূমিকারও ব্যাপক প্রশংসা করেন।

স্পিকারের উদ্দেশে শামীম হায়দার বলেন, ‘আপনার হাসি খুব সন্দুর। আপনাকে যখন দেখতে যাই, আপনার হাসি দেখলে মন ভালো হয়ে যায়।’

এ সময় শামীম হায়দার পাটোয়ারী ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী—দুজনই হাসতে থাকেন। সংসদেও হাসির রোল পড়ে।

স্পিকারের উদ্দেশে শামীম হায়দার বলেন, ‘তিনজনের হাসি বলা হয়—মাধুরী দীক্ষিত, রেনুকা সাহানে এবং জুলিয়া রবার্টস। তাঁরা যদি জজের সামনে হেসে দেন, তাহলে জজও ওনাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে পারবেন না। চতুর্থ হিসেবে আপনি এখানে থাকবেন।’

সংসদ পরিচালনায় স্পিকারের ভূমিকার প্রশংসা করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলের অনেকে অনেক কিছু বলেছেন। কিন্তু সংসদ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

করোনা সংক্রমের কারণে প্রায় তিন বছর নষ্ট হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেন, ‘আমরা যারা এখানে আছি, তাদের এ সময়টা নষ্ট হয়ে গেছে, কাজকর্ম করতে পারি নাই। আমাদের কথাটা যেন মনে থাকে। প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই।’

এরপর বিলের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ কিছুটা মজা করে বলেন, ‘আমাদের সংসদ সদস্য রওশন আরা মান্নান বললেন, দু–তিন বছর নষ্ট হয়ে গেছে। উনি পরোক্ষভাবে সংসদের মেয়াদ দুই বছর বাড়িয়ে দেওয়ার কথা বলতে চাইছেন। আমি যেটা বুঝেছি, উনি পরোক্ষভাবে বলেছেন, আমি সোজা মানুষ তো তাই সোজাভাবে বললাম। একটু বিবেচনা করে দেখতে পারেন।’