11:41 pm, Monday, 7 October 2024

চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

  • Zuel Rana
  • Update Time : 11:21:09 pm, Saturday, 14 September 2024
  • 62
Monzu-Info-Tech
Monzu-Info-Tech
চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

গতকাল গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাসহ দুই জন নিহত হওয়ার পর আবারো খবর এলো বিএনপির দুজনকে কুপিয়ে যখম করার খবর।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ দিপু ও হাউস আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, ‘আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

Write Your Comment

About Author Information

Zuel Rana

চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

Update Time : 11:21:09 pm, Saturday, 14 September 2024
চাঁপাইনবাবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম

গতকাল গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় বিএনপি’র কেন্দ্রীয় নেতাসহ দুই জন নিহত হওয়ার পর আবারো খবর এলো বিএনপির দুজনকে কুপিয়ে যখম করার খবর।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ দিপু ও হাউস আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল আলী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলাম বলেন, ‘আহত দুজনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’