1:52 am, Monday, 23 December 2024

ভূরাজনীতির বড় খেলায় অংশ না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভূরাজনৈতিক খেলায় নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে অনেক দেশ সচেষ্ট রয়েছে বলে মনে করেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ভূরাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই চলছে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক খেলায় খেলতে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই। এই বড় খেলায় অংশ না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য না থাকলে একেক রাজনৈতিক দল একেক রাষ্ট্রকে সমর্থন করবে। এটা সবার জন্য বিপদ ডেকে আনবে। ইস্যুগুলো এতটাই স্পর্শকাতর যে দেশের স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্য না থাকলে একটা বিপজ্জনক অবস্থায় পড়ার আশঙ্কা থাকে। রাজনৈতিক নেতাদের এটা ভাবতে হবে।

রওশন এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে হবে। সে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে। সে রকম একটি নির্বাচন হবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানালে ভালো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের নেতা বলেন, উন্নয়ন হলেও সবাই এর ভাগীদার হতে পারেনি। কোনো দেশে বৈষম্য যদি বহুদিন ধরে চলে, তখন সামাজিক কাঠামো দুর্বল হয়ে যায়। দেশে আঞ্চলিক বৈষম্য বেড়ে চলেছে। উন্নয়নের সঙ্গে বৈষম্যও বাড়ছে।

দশম জাতীয় সংসদ ও চলতি একাদশ সংসদ নির্বাচনে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। রওশন এরশাদ দাবি করেন, অতীতের যেকোনো সংসদের তুলনায় দশম ও একাদশ সংসদ অনেক কার্যকর। বিরোধী দল সংসদে শুধু সরকারের বিরোধিতা করেনি। সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের সমালোচনা করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

ভূরাজনীতির বড় খেলায় অংশ না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ

Update Time : 12:18:22 am, Friday, 3 November 2023

ভূরাজনৈতিক খেলায় নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে অনেক দেশ সচেষ্ট রয়েছে বলে মনে করেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ভূরাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই চলছে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক খেলায় খেলতে যাওয়ার সক্ষমতা বাংলাদেশের নেই। এই বড় খেলায় অংশ না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী ভাষণে রওশন এরশাদ এসব কথা বলেন।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য না থাকলে একেক রাজনৈতিক দল একেক রাষ্ট্রকে সমর্থন করবে। এটা সবার জন্য বিপদ ডেকে আনবে। ইস্যুগুলো এতটাই স্পর্শকাতর যে দেশের স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্য না থাকলে একটা বিপজ্জনক অবস্থায় পড়ার আশঙ্কা থাকে। রাজনৈতিক নেতাদের এটা ভাবতে হবে।

রওশন এরশাদ বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে হবে। সে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে। সে রকম একটি নির্বাচন হবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানালে ভালো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের নেতা বলেন, উন্নয়ন হলেও সবাই এর ভাগীদার হতে পারেনি। কোনো দেশে বৈষম্য যদি বহুদিন ধরে চলে, তখন সামাজিক কাঠামো দুর্বল হয়ে যায়। দেশে আঞ্চলিক বৈষম্য বেড়ে চলেছে। উন্নয়নের সঙ্গে বৈষম্যও বাড়ছে।

দশম জাতীয় সংসদ ও চলতি একাদশ সংসদ নির্বাচনে বিরোধী দল ছিল জাতীয় পার্টি। রওশন এরশাদ দাবি করেন, অতীতের যেকোনো সংসদের তুলনায় দশম ও একাদশ সংসদ অনেক কার্যকর। বিরোধী দল সংসদে শুধু সরকারের বিরোধিতা করেনি। সরকারের ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজের সমালোচনা করেছে।