11:11 pm, Monday, 30 December 2024

শ্রীলঙ্কাকে ধরাশয়ী করলো বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হাসিনা সরকার পতনের পর থেকেই ক্রীড়াঙ্গনে একের পর এক সুখবর আসছে বিশেষ করে বাইরের দেশ থেকে। কি ফুটবল! কি ক্রিকেট ! সব ক্ষেত্রেই বার বার সুখবর আসছে। এবার আসলো দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলার বাঘিনীরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল টাইগ্রেসরা। ১-০ তে সিরিজ জিতেছিল তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলংকা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামিমা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

শ্রীলঙ্কাকে ধরাশয়ী করলো বাংলাদেশ দল

Update Time : 10:25:06 pm, Thursday, 12 September 2024

হাসিনা সরকার পতনের পর থেকেই ক্রীড়াঙ্গনে একের পর এক সুখবর আসছে বিশেষ করে বাইরের দেশ থেকে। কি ফুটবল! কি ক্রিকেট ! সব ক্ষেত্রেই বার বার সুখবর আসছে। এবার আসলো দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারী বাংলার বাঘিনীরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আর আগে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয় পেয়েছিল টাইগ্রেসরা। ১-০ তে সিরিজ জিতেছিল তারা। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে টি-টোয়েন্টি সিরিজেও।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১১৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিক শ্রীলংকা। জবাব দিতে নেমে ৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। জাহানারা-ফাহিমাদের মতো প্রতিষ্ঠিত বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন কৌশিনি নুথিয়াঙ্গা।

এছাড়া নেথমি পূর্ণা ৪০ বলে ২৭ রান এবং নিলাকশানা সান্দামিনি ১৪ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া সুলতানা খাতুন এবং রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন শামিমা।