অবশেষে নজরুল ইসলাম মজুমদারের কবলমুক্ত হয়েছে ব্যাংক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিএবির সাধারণ সভায় চেয়ারম্যানসহ নতুন কমিটি গঠন করা হয়। ভাইস চেয়ারম্যান হয়েছেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান।
এদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস-এর নতুন কমিটি নির্ধারণে গুলশানে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। সেখানেই নতুন চেয়ারম্যান এবং দুইজন নতুন সহসভাপতি বেছে নেন সদস্যরা।
টানা ১৬ বছরের বেশি সময় ধরে বিএবিকে নিজের কব্জায় রেখেছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ২০০৮ সালের জানুয়ারিতে বিএবির চেয়ারম্যান ছিলেন তিনি।
যদিও সংগঠনটির সংঘ স্মারক অনুযায়ী, এক কমিটির মেয়াদ হবে তিন বছর। কিন্তু মজুমদার কীভাবে ১৬ বছরের বেশি থাকলেন, তাও এক রহস্য।
গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে। বাদ যায়নি ব্যাংক খাতের এই সংগঠনটিও।
সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে হটিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।
সংগঠনের গেলো ১৫ বছরে ব্যাংকগুলোর কাছ থেকে নজরুল ইসলাম মজুমদার ১০ হাজার কোটি টাকা চাঁদা তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এ অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষা চেয়ে আসছেন ব্যাংক মালিকরা।
নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, শুধু মাত্র চাঁদা উঠানোর সংগঠন হবে না বিএবি। তবে নয়-ছয় হওয়া অর্থের বিষয়ে তদন্ত হবে।
আবদুল হাই সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর (এমকম) সম্পন্ন করে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত হন। তার নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক কংগ্লোমারেট পূর্বাণী গ্রুপ।
তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান (বিটিএমএ); বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সহসভাপতি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিক্ষোভ-কর্মবিরতি: সাভার-আশুলিয়ায় ৭৯ কারখানা বন্ধবিক্ষোভ-কর্মবিরতি: সাভার-আশুলিয়ায় ৭৯ কারখানা বন্ধ তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) সাবেক চেয়ারম্যান। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ঢাকা ও চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য।
আবদুল হাই সরকার বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউটের (বিইআই) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক সহযোগী পরিচালক।
5:39 pm, Sunday, 22 December 2024
শিরোনাম :
বিএবিতে নতুন নেতৃত্ব,নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার
- SK Farid
- Update Time : 04:55:21 pm, Monday, 9 September 2024
- 93
Popular Post