এই সিদ্ধান্ত নিতে হামাস কি দেরি করে ফেললো? এবার কঠিন সিদ্দান্ত নিলো হামাস। দখলদার ইসরাইল বাহিনী অসংখ্য ফিলিস্তনিদের হত্যা করলেও হামাস যোদ্ধারা কখনো তাদের কাছে নতি স্বীকার করেনি।
প্রতিরোধ যোদ্ধাদের নতুন নির্দেশনা দিয়েছে হামাস। দলটির মুখপাত্র আবু উবায়দা এক অডিও বার্তায় বলেছে, যদি কোনো বন্দীর কাছে ইসরাইলি সেনারা চলে আসে, তাহলে যেন ওই বন্দীকে গুলিকে করে হত্যা করা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে ওই নির্দেশনার কথা জানানো হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর গাজার রাফাহ ক্রসিংয়ের একটি সুড়ঙ্গ থেকে ছয় বন্দীর লাশ উদ্ধার করে ইসরাইল। পরে তারা জানায়, এ ছয়জনকেই উদ্ধারের এক অথবা দু’দিন আগে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত জুনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে চার বন্দীকে জীবিত উদ্ধার করেছিল ইসরাইল। কিন্তু চারজনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল ২৭৪ ফিলিস্তিনিকে। আর নুসেইরাতের এ ঘটনার পরই যোদ্ধাদের বন্দীদের হত্যার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবু উবায়দা।
নুসেইরাত থেকে চারজনকে উদ্ধারের পর ফারহান আল কাদি নামের ৫২ বছর বয়সী এক বন্দীকে জীবিত উদ্ধার করতে পেরেছে ইসরাইলি সেনারা।
সূত্র : সিএনএন