দেশের শীর্ষ স্বর্ণ ও হীরা চোরাকারবারি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে থানায় হস্তান্তর করা হবে।
র্যাব জানায়, দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা চোরাচালান, বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে।
জানা গেছে, দিলীপ আগারওয়ালা গুলশানের আকাশ টাওয়ারের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করছেন বলে নিশ্চিত হয়ে এই অভিযান চালায় র্যাব । রাত ১০টায় র্যাবের চারটি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয়। এসময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।
রাত ১১টায় আরও চারটি গাড়ি এসে থামে ওই ভবনের সামনে। এরপর পুরো ভবন ঘিরে রাখে র্যাব সদস্যরা। ২০ তলা ভবনের নিচ তলাসহ মোট ৬টি ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো’রুম এবং অফিস। র্যাব সদস্যরা সবকটি ফ্লোরে তল্লাশি চালায়। রাত ১টার দিকে তার খোঁজ মিলে। র্যাবের হাতে ধরা পড়ে স্বর্ণ চোরাকারবারি দিলীপ কুমার আগারওয়ালা।
8:04 pm, Wednesday, 15 January 2025
শিরোনাম :
গ্রেফতার হলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ
- SK Farid
- Update Time : 02:28:12 pm, Wednesday, 4 September 2024
- 77
Popular Post