বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র মেরামতের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবার বড় রদবদল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনারকে বদলি করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক আদেশে জানানো হয়, সংস্থাটির ১৯ কমিশনারের দপ্তর বদল করা হয়েছে। আবদুর রহমান খান এনবিআরের চেয়ারম্যান পদে আসার পর এটিই বড় রদবদল। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এনবিআরে দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না।
একটি আদেশে ১৯ কমিশনারকে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, খুলনা, রংপুর, যশোর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।
অপর আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিএরএ) এর নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঘনিষ্ঠ ঈদতাজুলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন এনবিআরের কর্মকর্তারা।
বোর্ড কর্মকর্তারা জানান, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি করা হয়েছে। মাঠ প্রশাসনে গতি ও রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এসব পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তারা।
প্রসঙ্গত, ঢাকা কাস্টমস হাউস কমিশনারকে সরিয়ে ভ্যাট ট্রেনিং একাডেমিতে দেয়া হয়েছে। তার সময়ে এয়ারপোর্টে সুরক্ষিত গুদাম থেকে প্রায় ৬১ কেজি স্বর্ণ লোপাট হয়।
11:09 am, Wednesday, 15 January 2025
শিরোনাম :
এবার ভ্যাট ও কাস্টমসে বড় পরিবর্তন
- SK Farid
- Update Time : 10:54:24 pm, Tuesday, 3 September 2024
- 121
Popular Post