দেশব্যাপী চলমান ধর্মঘট বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলের শ্রম আদালত। সোমবার (২ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ইসরাইলি সরকার দেশের অন্যতম বৃহত্তম শ্রমিক সংগঠন হিস্টারড্রুটের ডাকা একটি ধর্মঘটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাখিল করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই নির্দেশ দিয়েছে শ্রম আদালত।
হামাসের হাতে বন্দী ছয় ইসরাইলির মৃত্যুর পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার জন্য সরকারকে চাপ দিতে এই ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়।
সূত্র : আল জাজিরা
বাংলাদেশ ডিপ্লোম্যাট/জেডআর