শেখ হাসিনা সরকারের পতনের জেরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জনকে বিভিন্ন অপরাধে অভুযুক্ত করে দেওয়া হচ্ছে এক বা একাধিক মামলা। এবার সেই মামলার ধারাবাহিকতায় মামলার খরগ ঝুলছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গলায়। জনপ্রিয় এই ইউটিউবারের রয়েছে প্রায় ৬.৩৬ মিলিয়ন সাবস্ক্রাইবার। ২০১৫ সালে ইউটিউব একাউন্ট খুললেও কাজ শুরু করে ২০১৬ সালে। মাত্র ৮ বছরের ব্যবধানে আফ্রিদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ভাবেই আলোচনায় ছিলেন আফ্রিদি। এর মাঝেই আজ খবর এলো তার বিরুদ্ধে হত্যা মামলা।
যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার আসামি হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি (তৌহিদ উদ্দিন)। এ হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাকে।
এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম। বাদী মো. জয়নাল আবেদীনের করা হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে আব্দুল্লাহ আল মামুন।
তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাইটিভির মালিক) ২২ নম্বর আসামি। এ হত্যা মামলায় সর্বমোট ২৫ জনকে আসামি করা হয়েছে।