লিটন কুমার দাসের অবিশ্বাস্য সেঞ্চুরি। ২৬ রানের মাথায় বাংলাদেশের যখন ৬ উইকেটের পতন হয় তখম মেহেদী হাসান মিরাজকে সাথে নিয়ে ১৬৫ রানের বিশাল জুটি গড়ে তুলেন। মেহেদী মিরাজ দায়িত্বশীল ব্যাটিং করে দলীয় ১৯১ রানের মাথায় ব্যাক্তিগত ৭৮(১২৪) রানের মাথায় খুররমের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর তাসকিন এসে যখন দ্রুত বিদায় নেয় তখন লিটনের সেঞ্চুরির শঙ্কা দেখা যায়। হাসান মাহমুদকে নিয়ে দুর্গম পাড়ি দিয়ে সেঞ্চুরির বন্দরে পৌছে যায় ড্যাশিং ব্যাটার লিটন দাস।
নিউজ লেখা পর্যন্ত বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২১৭ রান সংগ্রহ করে। লিটন ১০৪ ও হাসান ২ রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তান প্রথম ইনিংসে ২৭৪ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ এখনো ৫৬ রানে পিছিয়ে রয়েছে।
লিটন দাস এ পর্যন্ত ৪৩ টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে ৩৬.৪২ গড়ে ২৬২২ রান সংগ্রহ করে। যার মধ্যে ৪ টি সেঞ্চুরি রয়েছে। পাকিস্তানের সাথেই তার দুইটা সেঞ্চুরি যা বাংলাদেশীদের মধ্যে একমাত্র ব্যাটার। এছাড়া নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সাথেও একটি করে সেঞ্চুরি রয়েছে।



















