ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, অধিকৃত পশ্চিম তীরের বিরুদ্ধে বর্বর ইসরাইলি সেনাদের ভয়াবহ আগ্রাসন ইসরাইলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনি অঞ্চল মুক্ত করার চলমান প্রচেষ্টা ও প্রতিরোধ লড়াইকে আরো উৎসাহিত করবে।
উত্তর-পশ্চিম তীরের জেনিন শহরের কাছে আল-জাবাবদেহ শহরে ইসরাইলের ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর গতকাল (শুক্রবার) জিহাদ আন্দোলন এক বিবৃতিতে এই মন্তব্য করেছে।
সংগঠনটি উত্তর-পশ্চিম তীরের শহর ও শরণার্থী শিবিরগুলোতে ইসরাইলি শত্রুদের পরিচালিত ব্যাপক আগ্রাসনের নিন্দা করে। জিহাদ আন্দোলন জোর দিয়ে বলেছে, ‘এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ইসরাইলকে লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে না বরং এতে কেবল ফিলিস্তিনিদের দৃঢ়সংকল্পকে বাড়িয়ে তুলবে এবং আমাদের ভূমি থেকে দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রতিরোধ করার সংকল্প বৃদ্ধি করবে।’
গতকাল পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনের তৃতীয় দিন ছিল। এই আগ্রাসনে দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকা, বিশেষ করে উত্তরাঞ্চলে তীব্র বিমান হামলা ও স্থল হামলা চালিয়েছে।