3:28 pm, Sunday, 22 December 2024

জো রুট এখন অর্ধশত সেঞ্চুরির মালিক!

জো-রুট। ছবিঃ ক্রিক বাজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জো-রুট ছুটছেন যেন ঘোড়ার বেগে। ৩৩ বছর বয়সী এই তাগড়া জোয়ান রানের ক্ষুধায় মত্ত থাকে সারাক্ষণ। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা মাত্র ১২ বছর। অথচ এই এক যুগ ক্যারিয়ার পূর্ণ হওয়ার আগেই করে বসলেন ৫০ টা আন্তর্জাতিক সেঞ্চুরি। যার মধ্যে টেস্ট ম্যাচেই করেন ৩৪ টা। যার দুইটা আবার চলতি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের মধ্যকার ২য় টেস্ট ম্যাচেই। পর পর দুই ইনিংসেই করেন দুইটা সেঞ্চুরি।

ইংল্যান্ডের হয়ে টেস্ট টেবু হয় ভারতের বিপক্ষে ২০১২ সালে ১৩ ডিসেম্বর। প্রথম ম্যাচেই আভাস দিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে রাজ করতে আসছেন এক নতুন প্রতিভা। সে ম্যাচে ভারতের বিপক্ষে ৯৩ গড় নিয়ে মোট ৯৩ রান করেন। যদিও সে টেস্ট ড্র হয়েছিলো। তারপর তাকে আর পিছনে যেতে হয়নি। সেই শুরু এখনো চলছে নিরবধি। রান করার তাড়না তাকে আরো অবিসংবাদিত করে তুলেছে।

ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে তার নামের পাশে ৩২ টা আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি ছিলো। এই টেস্টে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরী করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন জো-রুট। তার স্বদেশী এলস্টার কুকের ৩৩ সেঞ্চুরি টপকে নতুন রেকর্ড করলেন রুট।

এই নিউজ লেখা পর্যন্ত ১৪৫ টি টেস্ট ম্যাচ খেলে প্রায় ৫১ গড়ে মোট ১২,৩৭৭ রান করেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারের রেকর্ড কি তাহলে জো-রুটের মাধ্যমেই ভাঙ্গতে যাচ্ছে, এমন ধারণা করছেন ক্রিকেট বদ্ধরা।

আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে তার ডেবু হয় ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের ১১ জানুয়ারি। এ পর্যন্ত মোট ১৭১ ওডিআই ম্যাচ খেলে ৪৭.৬১ গড়ে মোট ৬৫২২ রান করেন যার মধ্যে ১৬ টা সেঞ্চুরিও রয়েছে। টি-টুয়েন্টি ম্যাচে অবশ্য তার কোন সেঞ্চুরি নেই। সব মিলিয়ে এখন জো-রুট অর্ধ শত টেস্ট সেঞ্চুরির মালিক।

এছাড়াও তার স্পিন ঘুর্নিতে কুপোকাত হয়েছে বাঘা বাঘা ব্যাটাররা। সব মিলিয়ে ১০২ টা আন্তর্জাতিক উইকেট রয়েছে তার নামের পাশে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

জো রুট এখন অর্ধশত সেঞ্চুরির মালিক!

Update Time : 11:21:05 pm, Saturday, 31 August 2024

জো-রুট ছুটছেন যেন ঘোড়ার বেগে। ৩৩ বছর বয়সী এই তাগড়া জোয়ান রানের ক্ষুধায় মত্ত থাকে সারাক্ষণ। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা মাত্র ১২ বছর। অথচ এই এক যুগ ক্যারিয়ার পূর্ণ হওয়ার আগেই করে বসলেন ৫০ টা আন্তর্জাতিক সেঞ্চুরি। যার মধ্যে টেস্ট ম্যাচেই করেন ৩৪ টা। যার দুইটা আবার চলতি শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের মধ্যকার ২য় টেস্ট ম্যাচেই। পর পর দুই ইনিংসেই করেন দুইটা সেঞ্চুরি।

ইংল্যান্ডের হয়ে টেস্ট টেবু হয় ভারতের বিপক্ষে ২০১২ সালে ১৩ ডিসেম্বর। প্রথম ম্যাচেই আভাস দিয়েছিলেন টেস্ট ক্রিকেটকে রাজ করতে আসছেন এক নতুন প্রতিভা। সে ম্যাচে ভারতের বিপক্ষে ৯৩ গড় নিয়ে মোট ৯৩ রান করেন। যদিও সে টেস্ট ড্র হয়েছিলো। তারপর তাকে আর পিছনে যেতে হয়নি। সেই শুরু এখনো চলছে নিরবধি। রান করার তাড়না তাকে আরো অবিসংবাদিত করে তুলেছে।

ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে তার নামের পাশে ৩২ টা আন্তর্জাতিক টেস্ট সেঞ্চুরি ছিলো। এই টেস্টে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরী করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক এখন জো-রুট। তার স্বদেশী এলস্টার কুকের ৩৩ সেঞ্চুরি টপকে নতুন রেকর্ড করলেন রুট।

এই নিউজ লেখা পর্যন্ত ১৪৫ টি টেস্ট ম্যাচ খেলে প্রায় ৫১ গড়ে মোট ১২,৩৭৭ রান করেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারের রেকর্ড কি তাহলে জো-রুটের মাধ্যমেই ভাঙ্গতে যাচ্ছে, এমন ধারণা করছেন ক্রিকেট বদ্ধরা।

আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে তার ডেবু হয় ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের ১১ জানুয়ারি। এ পর্যন্ত মোট ১৭১ ওডিআই ম্যাচ খেলে ৪৭.৬১ গড়ে মোট ৬৫২২ রান করেন যার মধ্যে ১৬ টা সেঞ্চুরিও রয়েছে। টি-টুয়েন্টি ম্যাচে অবশ্য তার কোন সেঞ্চুরি নেই। সব মিলিয়ে এখন জো-রুট অর্ধ শত টেস্ট সেঞ্চুরির মালিক।

এছাড়াও তার স্পিন ঘুর্নিতে কুপোকাত হয়েছে বাঘা বাঘা ব্যাটাররা। সব মিলিয়ে ১০২ টা আন্তর্জাতিক উইকেট রয়েছে তার নামের পাশে।